তোমার শহর ছেড়ে
চলে গেছি আজ বহু দূরে।
এ শহরে নেই গান
নেই কোনো পিছুটান
মেকি খোলসের ভীরে
হতে আমি পারিনি শহুরে।।


বহুদিন তবু তো খেলেছি,
আকাশটা ছোট ছিলো
সেখানেও ডানা তো মেলেছি।
ডানায় ডানায় শুধু জমেছে যে ভার
সে ওজন টেনে যেতে পারিনি তো আর।
সব তাই ফেললাম ছুড়ে!!


স্মৃতি কেন তবু পিছু ডাকে!
ফিরবো না ভেবে ভেবে
পিছু ফিরে দেখি সে তোমাকে।
পেছনের রাস্তাও ডাকে আয় আয়,
আটকে রয়েছি আজো তোমার মায়ায়
ভাষাহীন সকরুণ সুরে।।