অবেলায় সুর এসেছে
সে সুরের মূর্ছনা দূর বহুদূর ভেসেছে
বিরহের গান নেই, তবুও তো সুর এসেছে ।।


আনমনা লয়ে তার ভাষাহীন কথা
বুঝি না কিছুই আমি
তবু তার কী যে আকুলতা!
তোমার হারানো স্মৃতি সংগোপনে
কাঁদাবে বলেই সেই সুরে মিশেছে ।।


স্মৃতির আড়ালে স্মৃতি, কিছু ছবি তার
সময়ের ধুলো ঝেড়ে জেগেছে আবার!


আমাকেও পিছু টেনে ফেলে আসা বাঁকে
অচেনা সুরের মাঝে
ফেরালো সে পুরানো তোমাকে।
আবারো সে চোখ ও হাসির আবেশে
শূন্যতাকেই মন ভালোবেসেছে ।।



(রচনাকাল: ৮/২০/২০১৮ ইং)