আমার অনেক দুঃখের মাঝে সুখও আছে নানা
দুঃখ-সুখের বহুদিনের ভীষণ চেনা-জানা।
দুঃখের জলেই সুখগুলোকে চিনি,
চোখের জলেই সুখগুলোকে কিনি।
তাই) সঙ্গ দিতে দুঃখটাকে আর করি না মানা।।
স্মৃতি থেকে দুঃখগুলো হারিয়েছে দূরে,
দুঃখগুলোও স্মৃতির পাতায় বেড়ায় সুখের সুরে।
সেই) স্মৃতির মায়া আঁকড়ে ধরেই জীবনটাকে টানা,
জীবন আমার দুঃখ-সুখেই পেয়েছে ঠিকানা।।
দুঃখ আমার, সুখও আমার, দু'টোই ভীষণ দামী
ভাঙ্গা-গড়ার উথাল পাথাল, দুই মিলিয়েই আমি।
তাই) নিজেকে আজ স্বীকার করে তবেই হল জানা,
দুঃখ-সুখের একের মাঝে অপরের সীমানা।।
(রচনাকাল: ২৩ এপ্রিল ২০১৭ ইং)