সময়ের সাথে সবই ঝরে যায়
ঝলমলে দিনগুলি
বিবর্ণ হতে হতে
নিরাকার হয়ে যায় সীমানায় ।।


তবুও স্মৃতির মাঝে জ্বলে সে
কখনো হঠাৎ এসে বলে সে
কেন ভাবো আমি নেই?
আমি আছি এখানেই
তোমার মনের এই ঠিকানায় ।।

সব কিছু যায় না তো হারিয়ে
সময়ের হিসেবকে ছাড়িয়ে
কিছু স্মৃতি কিছু ক্ষণ
বেঁচে থাকে আমরণ
তারই মাঝে খুঁজে পাবে এ আমায় ।।