পাগল বলেন মন্দ কি?
পাগল মানেই পাগলামিতে
মাতবে মজার মাতলামিতে
তাই) পাগল নিয়ে দ্বন্দ্ব কি?


পাগল নিয়ে কেউ লিখে যায় গান,
ভালোবাসায় কেউ বা পাগল প্রাণ!
পাগল যদি কামড়ে না দেয়
কেউ পাগলের হিসেব কি নেয়
থাকলে পরেও পাগল পাগল গন্ধ কি?
পাগল বলেন মন্দ কি?


মনের ভিতর পাগল আছে যার
বন্দী তাকে রাখবে কতোই আর?
কখনও তো খোলস-বিহীন
পাগল হয়েই কাটুক না দিন!
চাইলে পরেই পাগলামি হয় বন্ধ কি?
পাগল বলেন মন্দ কি?