পাহাড়ের ঢাল বেয়ে
একাকী এ নদী কেন
সুদূরের পানে বয়ে যায়,
কিসের আঘাতে তার
যেতে যেতে দুই পার
ভেঙে ভেঙে শুধু ক্ষয়ে যায়।
নদী বয়ে যায়।।
ফিরবে না পিছু আর
স্রোতের যে টান
কখনো কি জেনেছিলে
কী গভীর তার অভিমান?
কতোটা গোপন ব্যথা
একাকী সে আজো সয়ে যায়?
নদী বয়ে যায়।।
ভাঙা যে হৃদয়ে জাগে
সাগরের গান
যায় না তো বাঁধা তাকে,
চায় না সে কোনো প্রতিদান।
পেছনে শুধুই তার
ফেলে আসা স্মৃতি রয়ে যায়।
নদী বয়ে যায়।।