আমার এ দু'চোখের জমে থাকা জল
আজ সব ঝরে শুধু পড়ে অবিরল !!


বুঝবে না বাঁধ ভেঙ্গে কিসের আঘাতে
পৃথিবীর কতটুকু ভেসে গেছে তাতে।
সাগরে যে ডুবে যায় সেই বুঝি জানে
কতোটা গভীরে মিলে সাগরের তল !!


আমিও আমার গড়া সাগরের জলে
অনাদরে ডুবে গেছি গহীন অতলে!
তোমার যে ভালোবাসা দিয়েছিলো আশা
সে আশাও নিরাশায় হয়েছে বিফল !!