নিজের জালেই বন্দী থেকে মনকে তবু মুক্ত রেখে
সুপ্ত আগুন জ্বলবে নারে জ্বলবে না ।
হাজার কথার আবেশ শেষে একটি কথায় থামবে এসে
ব্যস্ত এ মন তেমন কথা বলবে না ।।


হিসেব করে জাল বুনে সেই জালের মাঝে আমি নিজেই
আটকে আছি ভবে।
তারই মাঝে হঠাৎ মনে প্রশ্ন জাগে বিস্ফোরণে
"মুক্ত হবি কবে?"
মুক্তি ছাড়া হিসেব কিছুই ফলবে না!
চলবে নারে চলবে নারে
হিসেব করে জীবন তো আর চলবে না ।।


মন বলে "তুই নিজের মতো চারপাশে সব সাজাস যতো
তোর তো কিছুই নারে।
পাথর দিয়ে দেয়াল গড়ে বসে থেকে তার ভিতরে
হিসেব মেলাস ধারে।"
আঘাত ছাড়া জমাট পাথর টলবে না!
গলবে নারে গলবে নারে
আগুন ছাড়া বরফ মোটেই গলবে না ।।