ভালোবাসার নামে তুই করলি ছলনা
এখন নাকি তোর কাছে আমি অচেনা
প্রেমের নামে নাটক করলি ভাঙলিরে বিশ্বাস
নিদয়ারে ভালোবেসে হলাম জিন্দা লাশ
তুই করলি সর্বনাশ, আমার দুঃখ বারোমাস


শপথ করে বলেছিলি থাকবি জীবনভর
কেমন করে আমায় ভুলে বাঁধলি অন্যের ঘর
এক মনেতে ক'জনার মন করিসরে তুই চাষ


নিকোটিনে জীবন আমার তোর মুখে হাসি
কারে পাইয়া গেলি মাইরা ও সর্বনাশী
তরি স্মৃতি করছে ক্ষত চলে না নিঃশ্বাস