যানতাম না প্রেমের মানে তুই বন্ধু শিখাইলি
প্রেমের মায়ায় বাইন্ধা আমায় বন্ধু কই গেলি
আদর কইরা দিলি দুঃখ আমার এই প্রানে
তোর স্মৃতি উড়াই এখন আমি গানে গানে ||
.
আগে তো জানি নাই বেঈমান করবি ছলনা
জানলে কী আর প্রেম করিতাম ওরে লালনা
দাউদাউ করে প্রেম আগুন জ্বলছে আমার মনে ||
.
চন্দ্র যেমন আধার বিনা হয় রে মূল্যহীন,
তেমনি অসহায় আমি বন্ধু তুই বিহীন।
.
খায়রুলে কয় প্রেমের জালা অন্তগহীনে
তিলে তিলে ভিতর পোড়ায় বাহির না জানে
সুখ শব্দ নাই রে লেখা প্রেমের অভিধানে ||