লোভে পাপ পাপে মৃত্যু কে বা এটা মানে
লোভ লালসায় ভাই ভাইকে মারে প্রয়োজনে
মানব বড় আজব প্রাণী, স্বার্থে রং বদলায়
মিছে মায়ার ভবে দয়াল মানুষ চেনা দায়
মিছে মায়ার ভবে মন'রে মানুষ চেনা দায় ||  


প্রয়োজনে আপন সেজে ভালোবাসে খুব
স্বার্থটা তার মিটে গেলে দেখায় আসল রুপ
গিরগিটিও হার মানে মানুষের কাছে হায় ||
.
কয় খায়রুলে মানুষ ছুটে স্বার্থেরি টানে
নিজ স্বার্থ হাসিল করে দুঃখ দিয়া প্রানে
তবু এ'মন ঘর বাঁধে মিছে এই দুনিয়ায় ||