সোনার এই দেহখানা মাটি খেয়ে নিবে
স্বাধের এই ঘর বাড়ি ভবেই পরে রবে
মাঠির ঘরে রাইখা আসবে খুজ নিবে না কেহ
সাদা কাপড়ে মোড়াবে দেহ, ও আমার
মাটির নিচে ঘর বানাবে থাকবে স্বাদের দেহ।।
.
আমার আমার করি যাহা আমার নাহি রবে,
আমি মরলে সকল কিছু পরের নামে হবে।
মিছে কেন সাজায় বাসর হইয়া প্রেমে মোহ।।
.
শখের জিনিস জং ধরিলে মূল্য যে হারায়
ঠিক তেমনি রুহু বিনে দেহ পচে যায়
.
ফকির খায়রুল ভেবে বলে কী হবে মায়া করে?
প্রাণ পাখি উড়ে গেলে দেহ থাকবে মাটির ঘরে।
তবু কেন এই দেহের লাগি মনে এতো স্নেহ।।