মনু রে.......
আযান তোমার হয়ে গেছে , নামায শুধু বাকি!
হঠাৎ করেই পড়বে নামায তৈরি আছো নাকি?
জন্মিলে মরিতে যে হয় মনে আছে নাকি?
কখন যেন পরাণ পাখি দিবে তোমায় ফাঁকি।
হঠাৎ করেই হবে নামায তৈরি আছো নাকি?
.
কখন যে কার হবে নামাজ নাইরে কারো জানা
পড়বে নামাজ সামনে রাইখা মাটির দেহখানা
আর দিবেনা রুহু সাড়া যতোই তারে ডাকি!
.
ফকির খায়রুল কয় ভাবিয়া সময় পাইবা নারে
সময় থাকতে নিয়ো চিনে পরাণ পাখিটারে
ভেবে দেখো মন নিছে নাকি আমল খোরাকি?