তোর মুখের মায়াবী হাসি আজও মনে পড়ে
তোর দেওয়া সব স্মৃতিগুলো অশ্রু হয়ে ঝড়ে
তুই আসবি কী আবার ফিরে, আমার মনের ঘরে
তোরে ছাড়া দিশাহারা যাবো আমি মরে


মিনতি করি আয় না পাখি বুঝের পিঞ্জরে
খুব যতনে পৌষবো তোরে রাইখা অন্তরে
নিজের থেকেও বেশি ভালো বাসি আমি তোরে


জোনাক যেমন বাসে ভালো নিশি আধার কালো
ঠিক তেমনি আমি তোকে ভাসবো অনেক ভালো
তোর মায়া স্মৃতিতে গাঁথা ভুলতে পারি না রে