মাটির এক ঘর বানাবে রাখবে তাহার ভিতর,
পইড়া রবে মায়ার জিনিস স্বাদের বাড়ী ঘর।
পরের জায়গায় থাকবি রে তুই সারা জনমভর!
সেটাই রে তোর আসল বাড়ি নাম যে তার কবর।
পইড়া রবে মায়ার জিনিস সাধের বাড়ী ঘর ||
.
মাথার ঘাম পায়ে ফেলে গড়ছো তুমি যাহা,
তুমি মরলে ভাগী শরিক ভাগ করবে তাহা।
ভাগ্যের জোরে পাইবা তুমি সাড়ে তিন হাত ঘর ||
.
কয় খায়রুলে কী আর হবে বাড়ী গাড়ি করে,
মরণ বিদায় দিবে তোমায় তিন টুকরো কাপড়ে।
আছে যত স্বজন প্রীত করবে তোমায় পর ||