.
আমায় রেখে অন্যের বুকে কেমন করে ঘুমাও
হাশিগুলো কেড়ে নিয়ে কার আকাশে উড়াও
বুকের মাঝে তোমার স্মৃতি করছে আমায় ক্ষত
যত খুশি দাও হে দুঃখ তোমার ইচ্ছামতো
বন্ধু/ যত পারো দাও হে দুঃখ তোমার খুশিমতো||
.
তোমায় বিশ্বাস করে আমি করেছি বড় ভুল
চোখের জ্বলে দিচ্ছি এখন সেই ভুলেরি মাশুল
তোমার দেওয়া স্মৃতিগুলো কাঁদায় অবিরত ||
.
কয় খায়রুলে প্রেম করিলে কাঁদিতে যে হবে
প্রেমের জ্বালা যায় না সহা দুঃখই শুধু পাবে
সোনার জীবন নষ্ট হইবে বাঁচবে লাশের মতো ||