জীবন খাতার লেখা যদি পেন্সিলেরি হতো!
সকল দুঃখ রাবার দিয়ে মুছতাম অভিরত।
দয়াল মুছতাম অভিরত।
সুখি হওয়ার সকল বাক্য নিতাম খাতায় তুলে,
ভাগ্যের চাঁকা ঘুরে যেত, কষ্ট যেতাম ভুলে।
শান্তির যত বাণী আছে লেখতাম ইচ্ছামত ||
কষ্টের জীবন বড়ই কঠিন নেয় না তো কেউ খবর।
লাঞ্ছনা আর অবহেলায় নামে শুধুই ঘোর।
সুখ বিহনে বেঁচে থেকেও আছি লাশের মত ||
স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ বাসে না ভালো।
প্রিয় থেকেও সবার কাছে আমি ভিষন কালো।
খায়রুল বলে টাকা হলে সবই মনের মত ||
...
রচনাকালঃ- ১৭/০৬/২৪ইং
উৎসগ:- মাগো তোমার দুটি পায়