সুখের লাগি কতো স্বপ্ন দেখে আমার মন
এ জীবনে সুখের মিলন বড়ই প্রয়োজন
দু হাত তুলে মোনাজাতে বলি আল্লারে
সুখের প্রেম দাওনা লেইখা অভাগার কপালে
কষ্টের অনলে পরাণ আমার ছটফটাইতাছে!
সুখের বদল এ জীবনে দুঃখই শুধু আসে
দয়াল—
সুখের বদল বারে বারে দুঃখই শুধু আসে


খোদা যেদিন ভাগ্য লিখন আমার লিখেছে
সেদিন বুঝি দুঃখরা সব আমায় চেয়েছে
তা না হলে দুঃখই কেন আমায় ভালোবাসে?
সুখের বদল বারে বারে দুঃখই শুধু আসে


কামার যেমন লোহা পুড়ে তেমন পুড়ি আমি
সুখের লাগি কান্দে আঁখি কান্দে অন্তর্যামী


সুখের প্রেমে পাগল আমি দুখের প্রেমে না
তবুও কেন দুঃখরে তুই পিছুই ছাড়িস না
সুখ বিহনে ফকির খায়রুল আছে কারাবাসে
সুখের বদল বারে বারে দুঃখই শুধু আসে


রচনাকাল : ২৯/০৯/২৪ (রবিবার)
সময় : রাত—৩.২০ মিনিট
স্থান : টংগী মেল গেইট , গাজীপুর।
উৎসর্গ : মাগো তোমার দু'টি পায়ে