আমি যখণ যাবো মারা
ভাগী শরিক তোমরা যারা
পূরণ কইরো মনের কথা আশা অন্তরে
মায়ের চরন তলে কবর দিয়ো আমারে
.
হাদিস কুরআন নিত্য বলে
জান্নাত মায়ের পদ তলে
মায়ের চরণ ধুলো পেলেই সুখ যে কবরে
মায়ের চরন তলে কবর দিয়ো আমারে
.
রুহু বিনে দেহ যেমন কয় নারে কথা
মায়ের দোয়া বিনে তোর জান্নাত স্বপ্ন বিথা
.
মায়ের মনে দুঃখ দিলে
সুখ পাইবা না কয় খায়রুলে
মায়ের আদর নিয়ো ভরে মনেরি ঘরে
মায়ের চরন তলে কবর দিয়ো আমারে