নদীরে........আরে ও.....নদী
ভালোবেসে ঘর বান্দিলাম তোরি কিনারায়
বসত বিটা কাইরা নিয়া করলি অসহায়||
.
আপন ভেবে ঠাই নিছিলাম তোরে ভালোবেসে
মনের আশা ভাইঙ্গা দিলি মারলি অবশেষে
কোন দোষে সব কাইরা নিলি তোরে যে শুধাই||
.
জন্মের পরেই দুঃখি আমি সম্বল ছিলো ভিটা
নিঃস্ব করলি নদীরে তুই  ধ্বংস কইরা সেটা
তোর কী মনে হয় না মায়া দেইখারে আমায়||
.
মরারে আর কতোই মারবি নাই যে হৃদে বল
আপন ভাবলাম তোরে আমি কেন করলি ছল
সোনার সংসার করলি আঙ্গার দুঃখ কলিজায়||