পিরীতি শিখাইয়া মায়ার বাঁধন বাঁধিয়া
আমার এই জীবনটারে নষ্ট করিলি
বন্ধুরে, আমারে কেন্ পীরিত শিখাইলি?
.
এতো দিনের ভালোবাসা কেমনে গেলি ভুলে
আমারে একা ফেলে বেঈমান তুই গেলি চলে
ভালোবাসা নিঠুর খেলায়, আমায় কাঁদাইলি।
.
আগে যদি জানতাম বেঈমান—
দুঃখ দিবি আমার মনে
ভুলেও করতাম না প্রেম ওরে বেঈমান তোরি সনে
আমারে সরল পাইয়া, করলি চালাকি।
.
তোরি স্মৃতি আমার বুকে মরছি আমি ধুঁকে ধুঁকে
অন্যের বুকে মাথা রেখে—
তুই তো বেঈমান আছিস সুখে
আমারে কষ্ট দিয়া, অন্যের ঘর ঠিকই বাধিলি।
রচনাকাল : ০৬/০৯/২৪ইং (টঙ্গী,গাজীপুর)
সময়কাল : মধ্যরাত(১.৩০ মিনিট)
উৎসর্গ : লেখকের প্রিয়ো অতীত সুখতারা(ছদ্মনাম) এর প্রতি