কল্পনাতে ছবি আঁকো আমার মনের পাতায়
তোমায় নিয়ে প্রেম কবিতা লেখা মনের খাতায়
বন্ধু তুমি খুব রূপসী বড়ই আনমনা.......
আমার কল্পনা, আল্পনা.... আল্পনা।
বন্ধু তুমি বাদলা দিনে বৃষ্টি ভেজা ফুল
বন্ধু তুমি গোধূলিতে ফোঁটা পদ্মফুল
বন্ধু তুমি মন আকাশে উড়া খঞ্জনা.....
বন্ধু তুমি হৃদ মাজারে প্রেমের তাজমহল
তুমি আমার বেঁচে থাকার নতুন কৌতূহল
একসাথে রবো মোরা করি প্রার্থনা......