ছায়া ঢাকা এই গ্রাম খানি
আমি ভালোবাসি তারে
এই সবুজের শ্যামল মায়ায়
আমায় বাঁধে প্রীতি ডোরে।


অবারিত এই ধান ক্ষেতে
বাতাস গায় গান শন-শন
শাপলা শালুক ভরা ঝিলে
রাঙা পাখির গুঞ্জন
আমায় বাঁধে প্রীতি ডোরে...


সবুজের বুক চিরে
বয়ে গেছে ছোট্ট মায়া নদী
দু-কূল জুড়ে কত শোভায় ভরা
কত প্রেম পূর্ণতায় আছে তারে ঘিরে...