আমার দিলে ধরা দিয়ে করলি কিগো সর্বনাশ,


আমায় বন্ধু তুই ওরে করে দিলি জিন্দা লাশ।


হায় বন্ধুয়ারে তুই করলি ওরে বিষেরও চাষ,


ধরা দিয়ে খরা করে করলি ওরে জিন্দা লাশ।।


দেহ বুজলি বন্ধুরে তুই,বুজলিনারে মন,


আমার মনে বিষের বাশি বাজে সারাক্ষণ।


ওহহ সেই বাশির আওয়াজে বন্ধু উতাল দেয়রে মন,


আমি বন্ধু সেই আওয়াজে পুড়ি সারাক্ষণ।


সর্বনাশা বন্ধুরে তুই বুজলিনারে মোর মনেরই খবর,


হায়রে বন্ধুরে তুই দিয়ে দিলি মোরে জিন্দা কবর।


চলে যাবি তুই বন্ধুয়ারে আমি হতাম মাঝি,


উড়াল দিলি পাখির মতো সর্বনাশা কাজি।।


মনের মধ্যে বারো মাস পুড়ি তিলে তিলে,


মন বসেনা কোনো কাজে,কেমন করে মিলে?


বন্ধুরে তুই ধ্বংস করলি আমার মনের আশা,


ভালোবাসার বন্ধুরে তুই চরম সর্বনাশা।।


//৪.৫৬(রাত)


১৪/০২/২০১৮


মোরেলগঞ্জ,বাগেরহাট।।