আমি যে দিন যাবো মারা
সেদিন স্বজন হবে দিশেহারা
ভাসবে সবাই চোখের জলে
এই তো বিধির খেলা
বসবে আমার মরন মেলা
ও ও ও
বসবে আমার মরন মেলা।।
কাঁদবে বাবা কাঁদবে রে মা
কাঁদবে যে সবাই
সাড়ে তিন হাত মাটির ঘরে
হবে আমার ঠাঁই।।( দুই বার)
সে দিন আকাশেতে ঘন কালো
ভাসবে মেঘের ভেলা।
বসবে আমার মরন মেলা।।
অন্ধকার ঐ মাটির ঘরে
থাকবো আমি একা
কারো সাথে আর যে আমার
হবে না তো দেখা।(দুই বার)
আমায় যাবে ভুলে দু' দিন পরে
এই তো ভবের খেলা।
বসবে আমার মরন মেলা।
ও ও ও ঐ।।