আমিতো বোকানারে বোকানা,
     এমন পিরিত করিনা
যেই পিরিতে কষ্ট বেশি
     সুখের দেখা পাইনা।।


পিরিত হলো ভালো লাগা,
             ভালবাসা তাই
কষ্টের জন্য আমি অধম
         পিরিত করি নাই।।


পিরিতের দহনে আমি
      পুড়িনাতো পুড়িনা
সুখের লাগি পিরিত করি
     দুখের লাগি করিনা।।


যেই পিরিতে অনল জ্বলে
          বিরহের ও মিলন ফলে
সেই পিরিত তো আমি করিনা।
     আমিতো বোকানারে বোকানা
দুঃখের পিরিত আমি করিনা।।


//রচনাকালঃ-
১২/০৯/২০২১ ইং
৪.৩৬(বিকেল),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।