শোনো সোমা একটু দাঁড়াও
কথা শুনে যাও
এই অন্তরে তুমি ছাড়া আর কিছু নাই
এই জীবনে আর কিছু চাই না যে দাম
তুমি আমার আমি তোমার
আমরা দু'জন শুধু দু'জনার ।।
তুমি জীবন তুমি মরণ
তুমি আমার সুখের স্বপন
প্রেমের মিলন হলো যখন
ছিঁড়বো না তো মনের বাঁধন
এই অন্তরে তুমি ছাড়া নাই কোনো নাম ।।
তুমি আপন তুমি গোপন
তুমি আমার প্রাণের সুজন
এলে যখন কাছে এমন
কাছে থেকো সারাজীবন
এই অন্তরে তুমি ছাড়া নাই কোনো নাম ।।