অন্তবিহীন রাত্রি আমার
সঙ্গী হয়ে থাক
দুঃখ আমার ভালোবাসার
দোসর হয়ে থাক
আমি সেই আঁধারে খুঁজে
নেবো তোমায় ।।


নষ্ট হলে হোক
কেঁদে দুটি চোখ
সেই নষ্ট চোখের নষ্ট নীড়েরই
রাখবো তোমায় ।।


কষ্ট হলে হোক
বেঁধে ভাঙা বুক
এই অন্ধ মনের অন্ধকারেই
রাখবো তোমায় ।।