ও মানুষ, যারে দাও ভালোবাসা
তারে করো ঘৃণা
তোমাদের এ নিয়ম নীতি
আমি বুঝি না ।।


টেনে নিয়ে বুকের কাছে
ছুঁড়ে দিলে ধূলোর মাঝে
বললে প্রেমের সব সুনীতি
দূর্নীতি জানি না ।।


ব্যথি হয়ে কাঙাল মনে
ব্যথা দিলে অকারণে
বললে এরেই কয় পিরিতি
বেশি কিছু খুঁজি না ।।