ও গোলাপ কলি নয়ন মেলো না
বৃথা যাক সকাল আমার
সে যদি এলো না ।।


ডেকে যাক গানের পাখি
ভোরের হাওয়ায় কি আসে যায়
যদি তার মিষ্টি মুখের মিষ্টি কথা
শোনা গেলো না ।।


জেগে থাক রাত্রি আমার
চোখের তারায় কি আসে যায়
যদি এই রঙিন ভোরের মালা তাকে
দেয়া হলো না ।।