মনে করো সব ছেড়ে চলে গেছি বহু দূরে
যেখান থেকে তোমার কাছে যায়না আসা ফিরে ফিরে ।।
মনে করো সব আছে যেখানে যেমন ছিলো
শুকতারাটা আকাশ হতে শুধু বিদায় নিলো
নামবে কি গো ব্যথার আঁধার তোমার জীবন ঘিরে ।।
মনে করো শুধু একবার মনে করো
তারপর নয় কারো দু'হাত ধরো ।
মনে করো সে জীবনে অনেক বেশি পেলে
তার বদলে একটু শুধু আমাকে হারালে
বিঁধবে কি গো স্মৃতির কাঁটা তখন মনেরও তীরে ।।