কেন মন কাঁদেরে
মন তো মানে না ।
এতো বুঝে এতো জানে
চোখ তো তবু খোলে না ।।


স্মৃতি যে তার মনে পড়ে
কত দিন রাগ করে
সে যে তবু মুখ তোলে না।।


কত যে মেঘ জমে আছে
ব্যাথা হয়ে বুকে বাজে
মেঘে তবু ঝড় উঠে না ।।