হয়তো এখন মনে নেই
হয়তো ভুলেই গেছো সব
তোমার আমার কাহিনী
এই ছোট্ট প্রেমের কাহিনী ।।


দু'জনার মনে বেঁধেছিলো বাসা
কতো ভালোবাসা কতো ভীরু আশা
গল্পের রঙে রাঙানো এই স্বপ্ন নীড়ের ছবিটি
আমিতো আজো ভুলিনি ।।


গানে গানে আজো খুঁজে ফেরে ভাষা
সেই কাছে আসা সেই কাঁদা হাসা
স্বপ্নের মায়া জড়ানো সেই মুগ্ধ মনের কথাটি
আমিতো আজো ভুলিনি ।।