ডাইরির পাতাগুলো ছিড়ে ফেলেছি
যেখানে লিখা ছিল তোমার কথা
পারিনি ছিড়তে আমি মনের খাতা
যেখানে জমে আছে হাজার ব্যাথা ।।


ভুল করে ভুলে যাওয়া হয় না আমার
পুরনো স্মৃতিরা ভাসে চোখে বারেবার
জানি পাব না আর ফিরে
তবুও থাকবো পথ চেয়ে ।।
ডাইরির পাতাগুলো…


দিন যায় রাত যায় এই আমি একা
তুমি ছাড়া পৃথিবীতে সবই যেন ফাকা
বেঁচে আছি এই আশায়
কখনও যদি ফিরে পাই ।।
ডাইরির পাতাগুলো…