ভোরের প্রথম সূর্য বলে
সুখের স্বপন তুমি আমার
আঁধারে আমার আলোর মানিক
তুমি যে বাংলাদেশ আমার
শীতল পাটির শয্যা পাতা
অমর প্রেমের কবিতা ।।
রাতের প্রদীপ সুদূর তাঁরা
রুপালী মেঘের পুতুল
ভর দুপুরে উদাস বাঁশি
সোনালী রোদের ফুল
সবার মুখে শান্ত সবুজ
স্বদেশ তোমার কথা ।।
দিনের প্রথম গানের পাখি
গোধূলি বেলার আকাশ
রাত নিশীথে শিশির মেয়ে
সোহাগে সবুজ ঘাস
সবার চোখে তুমি আমার
কথার নকশী কাঁথা ।।