আমি তোমাকে নিয়ে
একটি কবিতা লিখেছি
সেই কবিতার শিরোনাম ভালবাসা,
যেখানে লোভ নেই, নেই লালসা
শুধু সুখময় আগামীর প্রত্যাশা ।।
আমি তোমাকে নিয়ে...
যেখানে মমতার বন্ধন
দুঃখ অভাব নেই
নেই কোন ক্রন্দন
সততার প্রশ্নে মিথ্যা আপোষ নেই,
চোখে নেই অনন্ত জিজ্ঞাসা ।।
আমি তোমাকে নিয়ে...
চারিদিকে জীবনের স্পন্দন
ছন্দ পতন নেই
নেই থামা অকারণ
জনতার রাজ্যে কর্ম বিভেদ নেই,
ঘরে নেই সীমাহীন দুর্দশা ।।
আমি তোমাকে নিয়ে...