আসুন, ভালোবাসা দিয়ে মানবতার সেবায়
ঘরে থাকি, বাইরে না যাই
ঘরে থাকি, বাইরে না যাই
না ছড়াই জীবাণু, জনসভায় ।।


মাত্র সপ্তাহ দুই, একটু আলাদা
সুস্থ শরীর মন, বাড়তি ফায়দা
তাই ঘরে থাকি, বাইরে না যাই
ঘরে থাকি, বাইরে না যাই
না ছড়াই জীবাণু, জনসভায় ।।


সতর্ক-সচেতন, সাবধানতা
সারা জীবনভর, দুঃখ স্বল্পতা
তাই ঘরে থাকি, বাইরে না যাই
ঘরে থাকি, বাইরে না যাই
না ছড়াই জীবাণু, জনসভায় ।।