ভাবের নদী পাড়ি দেবো দুইজনে মিলিয়া
সঙ্গে যদি থাকো তুমি সঙ্গের সাথী হইয়া ।।
দিন কাটাবো ভালোবাসার প্রেম গীতি গাহিয়া
নিশি ভরে আলিঙ্গনে থাকিবো জড়াইয়া ।।
পাগল মনের দুঃখ তোমায় বলিবো খুলিয়া
ছায়ার মতো সাথে রবো যাবো না ছাড়িয়া ।।
আমার বলতে বুঝি তুমি জগতও দুনিয়া
তুমি বিনে নাজিম পাগল প্রেমেরও লাগিয়া ।।
27.02.2009