যদিও মন খারাপ লাগে
তারপরও ভাবার আগে
জানা খুব দরকার
একবার ভাবা খুব দরকার
আল্লাহ্ তোমার করুণা অপার ।।
যত গর্জে তত বর্ষে না
এ কথা মন ভুললে চলবে না
আকাশ ভারী মেঘের আওয়াজ
হয় না বৃষ্টি আর
আল্লাহ্ তোমার করুণা অপার ।।
উড়োজাহাজ এমনি উড়ছে না
হুকুম ছাড়া পাতাও লড়ে না
তোমার হাতে সকল পাওয়ার
সন্দেহ নাই তার
আল্লাহ্ তোমার করুণা অপার ।।