গতকাল, চিরকাল অতীত প্রেরণা
আজকাল, বর্তমান নতুন ধারণা
আলেয়ার পিছে
ঘুরে ফিরে মিছে, এই অনুশোচনা
করেছি তো পণ
থাকতে জীবন, আর ভুল হবে না
তওবা, তওবা, তওবা
প্রভু, তোমার কাছে
তওবা, তওবা, তওবা ।।
নিয়মের বাইরে গিয়ে, কিছু করবো না
খেচরের ডানা ধরে, পিছু ঘুরবো না
তওবা, তওবা, তওবা
প্রভু, তোমার কাছে
তওবা, তওবা, তওবা ।।
আর কোন অজুহাত নিয়ে, বসে থাকবো না
আর যেন এমন ভুলে, জলে ডুববো না
তওবা, তওবা, তওবা
প্রভু, তোমার কাছে
তওবা, তওবা, তওবা ।।