টোটকা করে আটকা দেখি আমার পাগল মন
ছিটকে পড়ে চমকে যাবি বেকার আয়োজন
মনের উপর জোর চলে না,
আইন করে ফাইন দিলে
লোহার কপাট, কারাদণ্ড
ওরে যাবত জীবন জেলে ।।
মনের ব্যাপার, কঠিন বিষয় বুঝে কয়জনে
সত্য-মিথ্যা যাচাই বিনা ছুটে প্রয়োজনে
মনের উপর জোর চলে না,
আইন করে ফাইন দিলে
লোহার কপাট, কারাদণ্ড
ওরে যাবত জীবন জেলে ।।
মনের আকাশ, স্বপ্ন রঙিন মেঘ বৃষ্টি ছাড়া
অল্পতে সন্তুষ্ট অনেক ছেঁড়া কাপড় পরা
মনের উপর জোর চলে না,
আইন করে ফাইন দিলে
লোহার কপাট, কারাদণ্ড
ওরে যাবত জীবন জেলে ।।
11.03.2020