দিবানিশি মেজাজ গরম, ঝাল লঙ্কা যুক্ত
তোর পরশে সুস্থ শরীর, মন শঙ্কা মুক্ত
দোহাই তোরে পরস্পরে কর অন্তর্ভুক্ত
তোর পরশে সুস্থ শরীর, মন শঙ্কা মুক্ত ।।
জাগরণে সংক্রমণে ঔষধ সপ্তাহ, সপ্তাহ
চিনি, গুড় মেশানো ভাতে লাগে নোনতা নোনতা
চোখের দেখায় মনের অসুখ, হয় না সনাক্ত
তোর পরশে সুস্থ শরীর, মন শঙ্কা মুক্ত ।।
মুখের কথায় বদলে নারে ভালো লাগার চিন্তা
ভালোবাসার ইচ্ছা বলে মিলে হাজার পন্থা
সত্যি প্রেমের মধুর বাঁধন, হয় না বিভক্ত
তোর পরশে সুস্থ শরীর, মন শঙ্কা মুক্ত ।।