ও আল্লাহ্, ও আল্লাহ্
এবার থামাও তোমার এই পরীক্ষা
এ থেকে হয়ে গেছে জানি সবার শিক্ষা
ক্ষমা করে দাও, তোমার প্রিয় জাতিকে
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে ।।


অবাক বিশ্ব হঠাৎ গেছে থেমে
এমন দৃশ্য ধরায় এলো নেমে
দেখার সাহস নেই
এ কথা ভাবতেই
ক্ষমা করে দাও, তোমার প্রিয় জাতিকে
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে ।।


বন্দী জীবন যাপন করছে সবে
পরিত্রাণ পাওয়া যাবে কবে ?
তোমার জানা আছে
চাওয়া তোমার কাছে
ক্ষমা করে দাও, তোমার প্রিয় জাতিকে
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে ।।