তুমি খালিক, তুমি মালিক
দু'জাহানের বাদশা
অসহায় বান্দা আমি
তোমার নাম ভরসা
আল্লাহ, তোমার নাম ভরসা
লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূল্লাহ ।।


পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দিও আমায় শক্তি
তোমার দয়ায় সন্তুষ্ট থাকার দিও আত্ম-তৃপ্তি
ভালো-মন্দ, সুস্থ-রুগ্ন
তোমার ভালোবাসা
আল্লাহ, তোমার নাম ভরসা
লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূল্লাহ ।।


আমি অধম, গুণাগার দিও আমায় মুক্তি
তোমার জানা মৃত্যু আমার কোন তারিখে চুক্তি
পাপে পূর্ণ, পুণ্য-শূন্য
তারপরও এই আশা
আল্লাহ, তোমার নাম ভরসা
লা-ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূল্লাহ ।।