তোমার কথায় বদলে ভাগ্য, আমি যোগ্য হই
নয়তো তোমার অভিশাপে জীবন যুদ্ধে রই
তোমার হাতের মুঠোয় বন্দি, প্রতিদ্বন্দ্বী নই
তোমার ছেলে তোমার কোলে ছোট্ট শিশু হই
ও মা, তোমার ছেলে তোমার কোলে ছোট্ট শিশু হই ।।


তোমার ভালোবাসার মাঝে খুঁত ধরা কঠিন
তোমার সাথে থাকা মানে নিরাপদ, স্বাধীন
তোমার কাছে বাচ্চা আমি যতই বৃদ্ধ হই
ও মা, তোমার ছেলে তোমার কোলে ছোট্ট শিশু হই ।।


তোমার কাছে বারেবারে প্রার্থনা প্রতিদিন
তোমার দোয়া পাবার আশে নাজিম উদ্দিন
তোমার শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা, কিসের পাঠ্য বই
ও মা, তোমার ছেলে তোমার কোলে ছোট্ট শিশু হই ।।


13.03.2020