তোমার সিদ্ধান্ত মৌলা, চুড়ান্ত সিদ্ধান্ত
তোমার সিদ্ধান্ত মৌলা, চুড়ান্ত সিদ্ধান্ত
নবী রাসূল প্রেরণ করে
আল কোরান, ওহি করে
জানিয়ে দিলে আমাদের দায়িত্ব, সমস্ত
আজ বন্দি ঘরে চিন্তা ছাড়া তোমার ভরসায়
এই অধমে নজর দিও স্থির থাকার পরীক্ষায় ।।


তোমার তৈরি জীবন ব্যবস্থা, করিলে অনুসরণ
সমাজ বৈরী, বৈষম্য অবস্থা হতো নারে বিভাজন
তওবা করে, তওবার পরে পাপে আবার লিপ্ত ।।


হাজার উক্তি সমান প্রার্থনা, মুখে বুলি সারাক্ষণ
কাজের শক্তি, আসন্ন বাহানা লঘু চক্রে বিচরণ
বুঝে না কেউ, চলন্ত ঢেউ ধরা বড়ই শক্ত ।।


নাজিম উদ্দিন আর করবে না, এমন কোনো আচরণ
জীবন রঙিন, আঁন্ধার ঠিকানা জন্মিলে আছে মরণ
দিন তারিখে, যেদিন মিলিবে শেষ হবে রাজত্ব ।।