দূরত্ব বজায় রেখে করি চলা-ফেরা
একই ঘরে বাস করি
অন্তরে বিশ্বাস করি
প্রতিরোধ হবে না, সচেতনতা ছাড়া ।।


সৃষ্টির সেরা মানুষ আজ বিপাকে মহা
বন্দী জীবন-যাপন করছে কুয়াশা-ধোঁয়া
আল্লাহ্ আছেন, বাঁচিয়ে দিবেন
বিপদ দিয়ে মুমিনের পরীক্ষা করা ।।


শাবান পরে রমজান মাস শ্রেষ্ঠ জানি
এই মাসেই নাজিল করেছো কোরআনখানি
সাহস দিয়েন, শক্তিও দিয়েন
তোমার ইবাদতে থাকি দিনরাত্রি সারা ।।