শিশুকালের পিরীতি যৌবনকালে বোঝ
পাইলাম নারে আজও আমার
মন মানুষের খোঁজ ।।


কানামাছি খেলার ছলে দেখা হইতো রোজ
আনন্দ করিয়া মোরা
খাইতাম রে তরমুজ ।।


কাছাকাছি ভালোবেসে ছিলাম দুই অবুঝ
নাজিম বলে প্রেমের মানুষ
আজ আমার নিখোঁজ ।।


17.05.2006