বিধি স্বর্গে না নরকে যাবো নিশ্চয়তা নাই
যদিও ভয় নরকের
তবুও আশা স্বর্গের
ভাগ্যে যেন পাই আমার ভাগ্যে যেন পাই ।।


সাত তলা নরকের চেয়েও এক তলা বেশি স্বর্গ
মনোবোঝ সান্ত্বনা মনে স্বর্গের বেশি দৈর্ঘ্য
যদিও ভয় নরকের
তবুও আশা স্বর্গের
ভাগ্যে যেন পাই আমার ভাগ্যে যেন পাই ।।


যন্ত্রণা, কারাভোগ হলেও করে দেবে শেষে মুক্ত
বিশ্ব নবীর উম্মত বলে ঘোষণাটি চুড়ান্ত
যদিও ভয় নরকের
তবুও আশা স্বর্গের
ভাগ্যে যেন পাই আমার ভাগ্যে যেন পাই ।।