জনমের সাধ মিটলো পিরীতে
যে ক্ষতি করেছি নিজের পরের আশাতে ।।
মনের দুঃখ কই না খুলে
কাউরে চোখের লজ্জা ভুলে
যে জ্বলন কলিজার মাঝে দিবসও রাতে ।।
আশার তরী গঙ্গার জলে
ভেসে যায় রে প্রতিকূলে
যে নদে ভাঙনের খেলা আসা যাওয়াতে ।।
ঘরে বাইরে মন্দ বলে
অন্তর পোড়ে প্রেমানলে
যে কথা বলি নাই কভু নাজিমের মতে ।।
22.04.2007